স্টাফ রিপোর্টার, মো:মিনহাজুল ইসলাম মিলন, কুড়িগ্রাম
কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন নতুন অনন্তপুর দাখিল মাদরাসার সুপার মাওলানা মতিয়ার রহমানের ব্যাপক দূর্ণীতিসহ শিক্ষক ও কম্পিউটার অপারেটরের নৈতিকতা বিরোধী কর্মকান্ডের বিচার দাবী করে মানববন্ধন করেছে এলাকাবাসী।
খোঁজ খবর নিয়ে গেছে,কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন নতুন অনন্তপুর দাখিল মাদরাসার সুপার পদে মাওলানা মতিয়ার রহমান নিয়োগ লাভ করার পরই নানা অনিয়ম দুর্ণীতি সাথে জড়িয়ে পড়েন। তার যোগসাজসে ২০২২-২০২৩ অর্থ বছরে কুড়িগ্রাম জেলা পরিষদ কতৃক নতুন অনন্তপুর দাখিল মাদরাসার জন্য উন্নয়ন কাজে ১ লক্ষ টাকা অনুদান দেওয়া হলেও বাস্তবে ওই কাজের কোন অস্তিত নাই। পুরো টাকাই আত্মসাত করেছেন। ২০২১-২২ অর্থবছরে মাদরাসার গৃহ সংস্কারের জন্য হাতিয়া ইউনিয়ন পরিষদ উন্নয়ন সংস্থা কর্তৃক ৩ লক্ষ ৭৯ হাজার টাকা বরাদ্দ দেওয়া হলেও উক্ত টাকায় কয়েক বান্ডিল টিন ও কাঠের কাজ ছাড়া কিছুই করা হয় নাই। হাতিয়া ইউনিয়ন পরিষদ কর্তৃক ২০২২-২৩ অর্থ বছরে মাদরাসার ল্যাট্রিন তৈরির জন্য ২.৫ লক্ষ টাকা বরাদ্দ।