স্টাফ রিপোর্টার, মো:হিমেল মিয়া, মনোহরদী
৬ বছর যাবত আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অন্যায় ভাবে দেশের বাহিরে রেখেছে,বিএনপির চেয়ারপার্সন,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেলে বন্দী করে রেখেছে বলে মন্তব্য করেছেন নরসিংদী-৪(মনোহরদী-বেলাব)আসনের সাবেক সংসদ সদস্য ও মনোহরদী উপজেলা বিএনপির আহ্বায়ক,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল।
শনিবার(১৬ নভেম্বর)নরসিংদী জেলাধীন মনোহরদী উপজেলার পাঁচকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে গোতাশিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ৭ ই নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক জন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি উৎসুক জনতাকে সাথে নিয়ে,স্বাধীনতার ঘোষক জিয়া,লও লও লও সালাম, কে বলেরে জিয়া নাই,জিয়া আছে বাংলায়,তারেক রহমান বীরের বেশে,আসবে ফিরে বাংলাদেশে,স্লোগানে স্লোগানে সমাবেশস্থল মূখরিত করে তুলেন।
উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান মনির এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন,বেলাব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব, পৌর বিএনপির আহ্বায়ক বদরুল ইসালম বাবুল, সদস্য সচিব এড.আব্দুল হান্নান,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম,উপজেলা যুবদলের সদস্য সচিব মাসউদুর রহমান সোহাগ,যুগ্ম-আহ্বায়ক রিপন,শ্রমিক দলের সভাপতি বাবুল আকন্দ,সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন,উপজেলা ছাত্রদল নেতা ছোটন, রাকিব হাসান, ইমরান রানা, মহিলা দল সভাপতি মাসুদা বেগম, সাধারণ সম্পাদক হাসিনা হিমুসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।