মোঃ রেজাউল করিম, স্টাফ রিপোর্টার, শেরপুর, বগুড়া
বিজ্ঞ আদালতে বিচারাধীন , পূর্বের অর্ধ ডজন মাদক মামলার আসামী , পুনরায় অর্ধ কেজি গাঁজা সহ বগুড়ার শেরপুর থানা পুলিশের হাতে আটক, মামলা দায়ের এবং বিজ্ঞ আদালতে সোপর্দ।
বগুড়া শেরপুর থানা পুলিশের অভিযানে, এসআই (নিরস্ত্র) মোঃ শাহাদাত হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় ইং ১৫/১১/২০২৪ তারিখ রাত্রি ২৩.৫০ ঘটিকার সময় শেরপুর থানাধীন ২ নং গাড়িদহ ইউপির অন্তর্গত বনমরিচা মধ্যপাড়া গ্রামস্থ, গ্রেপ্তারকৃত আসামি আব্দুস সামাদ, পিতা মৃত রমজান আলী এর বসতবাড়ির গেটের সামনে থেকে ৫০০( পাঁচশত) গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী ,আব্দুস সামাদ ( ৫৩) ,পিতা মৃত রমজান আলী , সাং বনমরিচা (মধ্যপাড়া ),থানা শেরপুর, জেলা বগুড়া কে আটক করে ইং ১৬/১১/২০২৪তারিখে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।