ষ্টাফঃ রিপোর্টার মোঃ শান্ত, নারায়ণগঞ্জ
আওয়ামী লীগের দোসরদের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, আওয়ামী লীগের দোসররা যারা এখনো নারায়ণগঞ্জের বিভিন্ন সেক্টরে রয়েছেন তাদের বলে দিতে চাই কোনো ব্যবসায়ী, সামাজিক কিংবা রাজ নৈতিক সংগঠনে তাদের জায়গা হবে না,যদি কোনো সংগঠন তাদের জায়গা দেন তাহলে যুবদলের নেতাকর্মী নিয়ে তাদের প্রতিহত করা হবে,শনিবার ১৬ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আয়োজিত এক কর্মসূচিতে তিনি এসব কথা বলেন, অ্যাডভোকেট সাখাওয়াত বলেন,আমাদের নেতা তারেক রহমান কয়েকদিন আগে বলেছেন বিএনপি ছাত্রদল,যুবদল,শ্রমিকদলের যেসব নেতারা ৫ আগস্ট পর্যন্ত পরিক্ষা দিয়েছেন বর্তমানে শুধু তাদেরই মূল্যায়ন করা হবে, ৫ আগস্টের পর যারা নতুন সেজেছেন গত ১৫ বছর সরকারের লেজুরভিত্তি করেছেন,ওসমান পরিবারের দালালি করেছেন,যারা বি এমপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা,দিয়েছেন গ্রেফতার করিয়েছেন তারা কিন্তু আমাদের কাছে চিহ্নিত, যুবদলের নেতাকর্মীরা তাদের চিহ্নিত করে রেখেছেন, বেশি বাড়বেন না,বেশি বাড়লে পড়ে যাবেন,আজ যারা বেড়ে গিয়েছেন পাশাপাশি বি এনপির নেতাকর্মীরা, যুবদলের নেতা কর্মীরা যারা বেড়ে যাবেন তাদের আকাশ থেকে মাটিতে ছুড়ে ফেলা হবে,কোনো অন্যায়কারীকে, জুলুমকারীকে,সন্ত্রাসীকে, চাঁদাবাজকে বি এনপিতে ছাত্রদল,যুবদল স্থান নাই, তাদেরকে পুলিশের হাতে ধরিয়ে দিয়ে নারায়ণগঞ্জকে কলঙ্কমুক্ত করতে হবে,যারা বি এনপির রাজনীতি করতে চান তাদের সুস্থ সুন্দর চরিত্রের অধিকারী হতে হবে।