স্টাফ রিপোর্টার, মোঃ কামাল উদ্দিন
রোজ বুধ ও বৃহস্পতিবার চরযাত্রা প্রাথমিক বিদ্যালয়ে সময় বিকাল ৩ /ঘটিকা হইতে এক বিরাট তাফসিরুল কোরআন মাহফিল।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন
বাতিলের আতংক বিশিষ্ট ইসলামক চিন্তাবিদ
(১) মুফতি মাহমুদ বিন মাদানী সাহেবজাদা আজিজুল হক আল মাদানী দা: বা: ২য় দিন
(২) মুফতি ইউনুস আহামদ আমিনী ১ম,দিন,
মুহাদ্দিস জামিয়া ইসলামিয়া আশরাফুল মাদারিস বটতলী লক্ষ্মীপুর
ধারাবাহিক তাফসীর পেশ করবেন
প্রখ্যাত মুফাসসির কোরআন আলহাজ্ব আল্লামা শিব্বির আহমদ ,, দ: বা: সিনিয়র মুহাদ্দিস দারুন উলুম আল হোসাইনিয়া ওলামা বাজার মাদ্রাসা ফেনি।
বিশেষ আলোচকবিৃন্দ ১ম,দিন তরুণ রাষ্ট্রচিন্ত ও গবেষক হাফেজ্জী হুজুর রহু সুযোগ্য জামাতাও খলীফা পীর কামেল আল্লামা খলেদ সাইফুল্লাহ দ; বা: চেয়ারম্যান কমল নগর উপজেলা লক্ষ্মীপুর মুফ্তী ইসমাঈল, বিন ইলিয়াস,সিনিয়র শিক্ষক কদমতলা মাদীনাতুল উলুম নুরীয়া মাদ্রাসা ফেনী মাও:আব্দুল হালিম ফরাজি মহাদ্দিস জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া মাদ্রাসা নানুপুর ফটিকছড়ি চট্টগ্রাম।হাফেজ মাও মাহাদী হাসান বিন নুরুন নবী খতীব বাদশাহ পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ চট্টগ্রাম চট্টগ্রাম।মাও: নুরুল করীম আকরাম কেন্দ্রীয় প্রচার সম্পাদক জাতীয় ওলামা মাশায়েক আইম্মা পরিষদ।মুফতী, আহামুদুল হাসান মুহাদ্দিস জামিয়া ওসমানিয়া কাওমিয়া মাদ্রাসা শরীয়তপুর।মুফতী খালেদ সাইফুল্লাহ খতিব মতিন মিয়ার কেন্দ্রীয় জাম মসজিদ সেনবাগ নোয়াখালী।সভাপতিত্ব করবেন হযরত মাওলানা ইলিয়াস সাহেব সভাপতি চরযাত্রা কোরাআন প্রচার সংস্থা।