ষ্টাফঃ রিপোর্টার মোঃ শান্ত,আড়াইহাজার, নারায়ণগঞ্জ
র্যাপিড এক্যাশন ব্যাটেলিয়ন
র্যাব ১১ এর সদস্যরা অভিযান চালিয়ে আড়াই হাজারের স্থানীয় লেঙ্গুরদী এলাকা থেকে বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে, গতকাল বেলা দশ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্রাক্ষন্দী ইউনিয়নের লেঙ্গুরদী এলাকায় অবস্থিত আবু মোহাম্মদ উচ্চ বিদ্যালয় সংলগ্ন আড়াই হাজার মদনপুর সড়কের পাশে ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করেন,পরে এগুলো আড়াই হাজার থানায় হস্তান্তর করা হয়,উদ্ধারকিত অস্ত্রের মধ্যে রয়েছে এয়ারগান এক টি, দেশীয় এলজি পিস্তল তিনি টি,দেশীয় রিভোলবার দুই টি, রাইফেল এক টি,পাইপ গানের বিভিন্ন প্রকার ব্যারেল আট টি,পিস্তলের খালি ম্যাগাজিন ছয় টি, এয়ার গানের গুলি ৪২ রাউন্ড, এয়ারগানের স্প্লিটার ৮৪ টি, রাইফেলের গুলি ৬৩ টি রাউন্ড ও এম এম পিস্তলের গুলি ১৬ রাউন্ড সহ ইত্যাদী উদ্ধার করা হয়েছে, স্থানীয়রা জানান,ঝোপের মধ্যে পরিত্যক্ত অবস্থায় র্যাবের সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র উদ্ধার করেছেন, এতে এলাকায় কিছু হলে ও আতংক ছড়িয়েছে। তবে কে বা কারা এগুলো এখানে রাখতে পারে,তা কেউ বলতে পারে না। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনায়েত হোসেন বলেন,
র্যাব ১১ এর সদস্যরা অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় লেঙ্গুরদী এলাকা থেকে এগুলো উদ্ধার করে থানায় হস্তান্তর করেন।