শান্ত রহমান সুজাত, সুনামগঞ্জ, স্টাফ রিপোর্টার
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন অ্যাডহক বা অস্থায়ী কমিটি গঠনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই কমিটিকে আগামী ছয় মাসের মধ্যে নিয়মিত গভর্নিং বডি ও ব্যবস্থাপনা কমিটি গঠনের নির্দেশনা দিতেও বলা হয়েছে শিক্ষা বোর্ডগুলোকে। গতকাল সোমবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাস্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ব্যবস্থাপনা কমিটি) প্রবিধানমালা, ২০২৪ এর আওতায় অস্থায়ী কমিটি গঠন করতে হবে। এই কমিটি কর্তৃক আগামী ছয় মাসের মধ্যে নিয়মিত কমিটি গঠন করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোকে অনুরোধ করা হয়েছে।
অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর শিক্ষা মন্ত্রণালয় গত ২০ আগস্ট সব বেসরকারি স্কুল ও কলেজের গভর্নিং বডি ও ব্যবস্থাপনা কমিটির সভাপতিদের অপসারণ করে। প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদের নতুন দায়িত্ব পেয়েছিলেন বিভাগীয় কমিশনার, ডিসি, ইউএনওরা। তবে কমিটির অন্য সদস্যরা নিজ পদে বহাল ছিলেন।
ধারা সংশোধন
উচ্চ মাধ্যমিক শিক্ষাস্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ব্যবস্থাপনা কমিটি প্রবিধানমালা ২০২৪-এ অস্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন-সংক্রান্ত ধারা সংশোধন করে গতকাল প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
নতুন প্রজ্ঞাপনে ‘স্থানীয় এমপির সঙ্গে আলোচনাক্রমে’ অংশটির পরিবর্তে ‘মহানগরীর ক্ষেত্রে বিভাগীয় কমিশনার ও অন্যান্য ক্ষেত্রে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনাক্রমে’ করা হয়েছে।