তাজুল ইসলাম, স্টাফ রিপোর্টার, সিলেট
সিলেট গোয়াইনঘাট উপজেলা ১৩ নং বিছনাকান্দী ইউনিয়ন,বিছনাকান্দি নতুন ভাংগা গ্রামের প্রবাসী নাছির উদ্দিনের(৪০) স্ত্রী আম্বিয়া বেগম (৩০) গতকাল ১৯/১১/২০২৪ ইংরেজি সন্ধ্যা আনুমানিক ৫.৩০ মিনিটের সময় ভাতিজা আবু বক্কর(২২) মিস আম্বিয়া বেগম কে নিয়ে পলাতক ,
এই বিষয় গতকাল রাতে নাছির উদ্দিন বাদি হয়ে গোয়াইনঘাট থানায় একটি অভিযোগ করেন ৭ জনের বিরুদ্ধে তাদের মধ্যে ১/জয়গুন বিবি(৫৫)স্বামী মৃত আব্দুস সহিদ ২/আম্বিয়া বেগম (৩০)স্বামী নাছির উদ্দিন ৩/তাজুল ইসলাম (৪০) ৪/নজরুল ইসলাম (৩৫)উভয় পিতা মৃত আব্দুস সহিদ, ৫/আবু বক্কর (২২)পিতা জামাল উদ্দিন, ৬/আফিয়া বেগম (৪৫)স্বামী জামাল উদ্দিন, ৭/রাইমা বেগম (৪০)স্বামী -তাজুল ইসলাম, সর্ব সাং বিছনাকান্দী নতুন ভাংগা, গোয়াইনঘাট সিলেট।
পারিবারিক সূত্র জানা যায় নাছির উদ্দিন প্রবাসে থাকা অবস্থায় প্রেমের সম্পর্ক গড়ে উঠে আবু বক্কর-এর সাথে
এই সূত্র জানার পর প্রবাস থেকে চলে আসেন ২৩ /১০/০২৪ অক্টোবরে, পরবর্তীতে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ তৈরী হয়, একাধিক জগরা হওয়ার পর বাসা থেকে চলে,
পরবর্তী এলাকার মুরব্বিদের মাধ্যমে দুইজন কে সমাধান করে নাছির উদ্দিনের হাতে তুলে দেন আম্বিয়া বেগম কে সন্ধ্যা হতে না হতেই আবু বক্কর ও জয়গুন বিবির সাথে বাসা থেকে বের হ’য়ে যায় নগদ ৫.৫৫.৩৫৮ টাকা ও স্বর্ণাঅলংকার সহ যাবতীয় জিনিসপত্র নিয়ে তাদের সাথে, এখন কোন অবস্থায় আছেন কেউ বলতে পারে নি।