মোঃ ফরহাদ হোসেন, স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
বিগত আওয়ামীলীগ সরকারের সময় আওয়ামী দরশু চাঁন মিয়া অর্থের পাহার গড়ে তুলে।তিনি বর্তমানে সোনারগাঁ জামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকায় পরিবেশ অধিদপ্তরের অনুমতি বিহীন স্থাপন করছেন চুনা তৈরির ফ্যাক্টরি। এতে করে পরিবেশের ভারসাম্য হারাচ্ছে, নষ্ট হচ্ছে ফলজও গাছ – গাছালি, কৃষি ফসল, ঘর বাড়ি এলাকাবাসীকে স্বাস্থ্য ঝুঁকিতে ফেলার মত চুনা তৈরির ফ্যাক্টরি স্থাপন করার চেষ্টা করছেন ভয়ঙ্কর চান মিয়া। এতে করে এলাকাবাসি ক্ষুব্ধ হয়ে বাধা দিতে গেলে তাদেরকে ভয়-ভীতি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন বলে উক্ত এলাকার স্থায়ী ভুক্তভোগী বাসিন্দারা জানান। তথ্য অনুসন্ধানে জানা যায় জামপুর ও সাদিপুর ইউনিয়নের দুটি সীমানা পাশাপাশি হওয়ায় সেখানে ১০ থেকে ১২ টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। উক্ত এলাকায় চুনা তৈরির ফ্যাক্টরি স্থাপন হলে স্বাস্থ্য ঝুঁকিতে পড়বেন প্রায় ৮ হাজার স্কুল ও মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীরা। ফ্যাক্টরির মালিক চানমিয়ার কাছে পরিবেশ অধিদপ্তরের অনুমতি আছে কিনা জানতে চাইলে তিনি গণমাধ্যম কর্মীদের বলেন আমি পরিবেশ অধিদপ্তরের অনুমতি নিয়েছি। পরিবেশ অধিদপ্তরের অনুমতির সত্যতা জানতে চাওয়া হলে উপ – পরিচালক পরিবেশ নারায়ণগঞ্জ জাহিদুর রহমান বলেন , আমরা তাকে কোন পরিবেশের ছাড়পত্র দেইনি তবে অবস্থান অনুমতি দিয়েছি। জনমনে প্রশ্ন একটি ঘনবসতিপূর্ণ এলাকায় পরিবেশ অধিদপ্তর কিভাবে অবস্থান অনুমতি দেয়?