মোঃ ফরহাদ হোসেন, স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ এক যুবককে আটক করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (২১ নভেম্বর) আড়াইহাজারের জালাকান্দি এলাকাতে এই ঘটনা ঘটে। আটককৃত যুবকের নাম মো. আবুল কাসেম, সে গোপালদী পৌরসভার ইসলামপুর গ্রামের মৃত মোতালেবের ছেলে।
সেনাবাহিনীর ৪৫ এম এল আর ক্যাম্প (আড়াইহাজার) সূত্রে জানা যায়, জালাকান্দি এলাকায় প্রতিনিয়ত ডাকাতির ঘটনা ঘটে থাকে। ডাকাতি রোধে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৪টায় যৌথবাহিনী জালাকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় জালাকান্দি এলাকায় রাস্তায় গাছ ফেলে যানবাহনে ডাকাতির করার সময় যৌথবাহিনী হাতে-নাতে এক ডাকাতকে আটক করে। পরে যৌথবাহিনীর সদস্যরা আবুল কাসেম থেকে ২টি বড় দা, ১টি বড় শাবল, ১ টি কাটার, বিভিন্ন ধরনের মাদক ও কিছু বৈদেশিক মুদ্রা উদ্ধার করে। যৌথবাহিনীর সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করে পালিয়ে যাওয়া ডাকাত দলের দুই জনের নাম সনাক্ত করে। তারা হলেন, জালাকান্দি এলাকার আবদুর রহিম, কাঁচপুর এলাকার ইয়াবা ব্যবসায়ী রাসেলসহ অজ্ঞাতনামা আরো তিন জন।
আড়াইহাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান দৈনিক দেশ প্রতিদিনকে জানান, আটক যুবক ও ধারালো অস্ত্রসমূহ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ডাকাতির প্রস্তুতির একটি মামলা প্রক্রিয়াধীন।