মোঃ ফরহাদ হোসেন, স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
নগরীতে যানজট নিরসনে যৌথ অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, বাংলাদেশ সেনা বাহিনী, জেলা পুলিশ এবং বিআরটিএ‘র উদ্যোগে অভিযান শুরু হয়। নগরীর চাষাড়ার শান্তনা মার্কেট মোড়, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড, রাইফেল ক্লাব মোড়, কালীরবাজার মোড়, বঙ্গবন্ধু রোড ও ডিআইটিতে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই অভিযান চলে।
যৌথ অভিযানে লাইসেন্স বিহীন গাড়ি ও অবৈধ পার্কিং এর জন্য সিএনজি, মোটরগাড়ি, কার, হাই-এস্, কার্গো পিকআপ ভ্যান ও ট্রাকসহ মোট ২৭টি পরিবহন-গাড়ি জব্দ করা হয়। এছাড়াও সড়ক পরিবহন আইনের বিভিন্ন ধারায় ২৯টি মামলা এবং ১ লাখ ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ মো: মঈনুল ইসলাম দৈনিক দেশ প্রতিদিনকে তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অভিযানে কিছু যানবাহনের উপযুক্ত কাগজ ও লাইসেন্স প্রদর্শন করতে না পারায় ডাম্পিং সাইটে প্রেরণ করা হয়। এছাড়াও অভিযানে অবৈধভাবে গড়ে উঠা নিউ আসিয়ান, বন্ধু পরিবহন ও বিআরটিসি বাস কাউন্টারগুলো যত্রতত্র স্থাপন না করে উপযুক্ত স্থানে স্থাপন করার জন্য কাউন্টার কর্তৃপক্ষকে অবহিত করা হয়।