মোঃ ফরহাদ হোসেন, স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
রুপগঞ্জ তারাবো পৌরসভার ৩ নং ওয়ার্ড কর্ণগোপ এলাকার স্থায়ী বাসিন্দা সুজন ভূঁইয়া, আবেদ আলী ভূঁইয়া, সুমন ভূঁইয়া ও রনি ভুইয়ার পৈত্রিক সম্পত্তি ২০ বছর যাবত ইট বাটার মালিক সালাউদ্দিন বাবুর নিকট ভাড়া দিয়েছেন উল্লেখিতরা। উক্ত সম্পত্তি বর্তমানে তাদের প্রয়োজন বলে ইট বাটার মালিক সালাউদ্দিন বাবুকে জায়গা ছেড়ে দিতে বলেন। সালাউদ্দিন বাবু জায়গা ছেড়ে দিতে অস্বীকৃতি জানিয়ে পরবর্তীৎ এলাকার ফাহিম, নাঈম ও আবুল কাশেম ভূইয়াকে দিয়ে জায়গার মালিকদের ভয়-ভীতি , হুমকি -ধমকি প্রদান করে আসছেন বলে এমনই অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে সুজন ভূইয়ার ওয়ারিশগন বলেন ফাইম, নাঈম ও আবুল কাশেম ভূঁইয়া আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকাকালীন প্রভাব খাটিয়ে আমাদের উপর বিভিন্ন সময় অমানবিক অত্যাচার নির্যাতন চালিয়েছেন। তারা বলেন আমাদের ২৮২ শতাংশ জমি বিভিন্ন দাগে রয়েছে। বর্তমানে আমরা যারা ওয়ারিশ রয়েছি উক্ত সম্প্রতি আমাদের মধ্যে বন্টন করার লক্ষ্যে ইট বাটায় ভাড়া দেওয়া সম্পত্তি আমাদের প্রয়োজন। তাই ভাড়া দেয়া সম্পত্তি ইট বাটার মালিক সালাউদ্দিন বাবুকে ছেড়ে দিতে বললে গোলাম দস্তগীর গাজীর প্রভাব খাটিয়ে আশা সন্ত্রাসী ফাইম গংরা এখনো আমাদের উপরে জুলুম অত্যাচার চালিয়ে আসছেন । তারা আরো বলেন এ বিষয়ে আমরা নারায়ণগঞ্জ জেলা আদালতে একটি ১৪৪ ধারা মামলা করি। মামলার পরিপ্রেক্ষিতে রূপগঞ্জ থানার এএসআই মনিরুল সরেজমিনে এসে উপস্থিত ইট বাটার মালিক সালাউদ্দিন বাবুকে ইট তৈরির কাজ বন্ধ রাখতে বলেন। এ বিষয়ে এসআই মনিরুল বলেন আমি কোট আদেশ অনুযায়ী ইট ভাটার মালিককে ইট তৈরির কাজ স্থগিত করতে বলি। তিনি আরো বলেন এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নিবেন নারায়ণগঞ্জ জেলা আদালত। তবে ভুক্তভোগী পরিবারগণ বলেন আমরা আমাদের পৈতৃক সম্পত্তি ফিরে পেতে আইন প্রশাসনের সহযোগিতা একান্তভাবে কামনা করছি। ভুক্তভোগীদের অভিযোগের বিষয়ে ফাহিম ও ইট বাটার মালিক সালাউদ্দিন বাবুর নিকট বিষয় জানতে চাইলে তারা গণমাধ্যম কর্মীদের নিকট বক্তব্য দিতে সম্মতি প্রকাশ করেননি।