মোঃ গোলাম জাকারিয়া, স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় শহর সমন্বয় কমিটি গঠন ও কার্যপরিধি বিষয়ক এক প্রশিক্ষণ অনু্ষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প আয়োজিত ও গভর্নেন্স ইমপ্রুভমেন্ট অ্যাড ক্যাপাসিটি ডেভেলপমেন্টের সহযোগিতায় শিবগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনু্ষ্ঠিত হয়। শিবগঞ্জ পৌরসভার প্রশাসক মো. আফতাবুজ্জামান আল-ইমরানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিনিয়র রিজিওনাল কো-অডিনেটর জাফরুল কুদ্দুস, সিনিয়র কনসালটেন্ট তারেক মামুন ও পৌর সচিব মোবারক হোসেনসহ অন্যরা।
এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খান, শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াব ও শিবগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আবদুল বাতেনসহ টিএলসিসি’র সদস্যরা। প্রশিক্ষণে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আরবান গভর্নেন্স অ্যাকশন প্র্যান, টিএলসিসির ধারণা, গুরুত্ব এবং গতিশীল করার উপায় নিয়ে আলোচনা করা হয়।