স্টাফ রিপোর্টার, সালমান সিদ্দিক
কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদীর শাখা চরে বিরল ধূলিঝড়ের সাক্ষী হয়েছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে রৌমারী ও চিলমারী উপজেলার মধ্যবর্তী শাখাহাতির চরে এই ধূলিঝড় দেখা যায়। বালুর চর থেকে ধুলো উড়ে মেঘের সঙ্গে মিশে যাওয়ার দৃশ্য সবাইকে অবাক করে। ঝড়ের তীব্রতায় চরের বুকে গর্ত সৃষ্টি হলেও বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।
রৌমারীগামী নৌকার যাত্রীরা এ ঘটনার প্রত্যক্ষদর্শী। স্থানীয়রা এই ধরণের ধূলিঝড়কে ‘বাওকুড়া’ বলে থাকেন। শাখাতির চরের বাসিন্দা মো. নুর আমিন জানান, “চরে মাঝে মাঝে ছোট ছোট ধূলিঝড় দেখা গেলেও এত বড় ধূলিঝড় গত পাঁচ বছরে দেখা যায়নি।”
আরেক স্থানীয় বাসিন্দা মো. রাজু বলেন, “হঠাৎ বাতাস ঘুরতে শুরু করে এবং মাটিতে থাকা ডাল-পালা উড়িয়ে নিয়ে যায়। অনেক সময় এই বাওকুড়া ঘরবাড়ির ক্ষতি করে, তবে এবারের ঝড়ে তেমন ক্ষতি হয়নি। শুধু চরের বুকে গর্ত সৃষ্টি হয়েছে।”
ব্রহ্মপুত্রের শাখা চরজুড়ে এমন ধূলিঝড় প্রকৃতির এক বিরল প্রদর্শনী বলে মনে করছেন স্থানীয়রা। এলাকাবাসী এই ধরণের ঝড় থেকে ভবিষ্যতে আরও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন।