স্টাফ রিপোর্টার, খুলনা
খুলনার দামোদর ইউনিয়নের যুব সমাজের উদ্যোগে তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সাবেক জেলা সেক্রেটারি ও খুলনা জেলা জামায়াতের সংগ্রামী সহকারী সেক্রেটারি বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংবাদিক ইঞ্জিনিয়ার শাব্বির আহমদ।
ফুলতলা আলীম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা শেখ ওবায়দুল্লাহ সাহেবের সঞ্চালনায় ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকার খুলনা মুফাসসির পরিষদের সভাপতি মাওলানা আব্দুস সালাম জিহাদী।
এছাড়াও স্থানীয় আলেম ওলামারা বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার শাব্বির আহমদ বলেন, দেশের এই ক্লান্তিলগ্নে একটি মহল এই সরকারকে সহযোগিতা না করে বরং তারা এই সরকারের বিরুদ্ধে নানা রকম চক্রান্ত শুরু করেছে, আমাদের এই সকল মহলকে তাদের কর্মের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে।
তিনি আরও বলেন, আগামীর একটি সুন্দর সমৃদ্ধশালী দেশ গড়তে হলে জাতীয় ঐক্যের বিকল্প নেই।
এসময় আরও বক্তব্য রাখেন ফুলতলা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম মোল্লাসহ অনেকে।