মোঃ নাজিউল্লাহ ভূইয়া, স্টাফ রিপোর্টার, কেরানীগঞ্জ, ঢাকা
কেরানীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়াম প্রাংগনে ৫১তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা -২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব আজিজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক জনাব রিনাত ফৌজিয়া। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ❝শিক্ষার্থীদের মানসিক ও শারিরীকভাবে বেড়ে উঠার জন্য খেলাধুলার বিকল্প নেই।তাই সকল প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের খেলাধুলার ব্যবস্থা করতে হবে।❞পরে তিনি বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার ও সার্টিফিকেট বিতরণ করেন ।
এবারের প্রতিযোগিতায় ৩টি ইভেন্টে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। কাবাডি বালক ও বালিকা দুইটি ইভেন্টে চ্যাম্পিয়ন হয় রাজাবাড়ি স্কুল এন্ড কলেজ এবং রানার্স আপ হয় আটি পাচদোনা উচ্চ বিদ্যালয়। একক ইভেন্টে নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সর্বোচ্চ সংখ্যক (১৩টি) পুরুস্কার অর্জন করে।উক্ত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীসহ বিভিন্ন স্কুল ও কলেজের প্রতিষ্ঠান প্রধানগণ,ক্রীড়া শিক্ষকগণ,শিক্ষার্থীদের অবিভাবক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন ।