স্টাফ রিপোর্টার, রকিব হাসান রবিন, নকলা (শেরপুর)
১৯ নভেম্বর ২৪ তারিখে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, চেয়ারম্যান ট্রাষ্টি বোর্ড বাংলাদেশ, রেজি নং ০৬/২০২২ কর্তৃক শেরপুর জেলার নকলা উপজেলা, কোড নং ১৮০ এর ২৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক অনুমোদন দিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(B M S F) কেন্দ্রীয় স্থায়ী কমিটি। সারা বাংলাদেশে সাংবাদিকদের সাংবাদিকতার মান সমুন্নত রাখতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম দেশের প্রতিটি জেলায় ও উপজেলার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এরি ধারাবাহিকতায় নকলা উপজেলা শাখার মোঃ শফিউজ্জামান রানা, উপজেলা প্রতিনিধি দৈনিক দেশ রুপান্তরকে সম্মানিত সভাপতি ও মোঃ আরিফুর রহমান জেলা প্রতিনিধি ” দৈনিক ভোরের বানী, ডেইলি ইন্ডাস্ট্রিকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় স্থায়ী কমিটির সিদ্ধান্ত মোতাবেক অনুমোদন দিয়েছেন।
দেশের সাংবাদিক ও গনমাধ্যমের স্বার্থ, অধিকার এবং মর্যাদা রক্ষায় আমরা সর্বোচ্চ মেধা, মননশীলতার মাধ্যমে ত্যাগের দ্বারা অব্যাহত রাখতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(B M S F) এর পক্ষ থেকে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করছি , সেই সাথে আমরা রাষ্ট্রের, জনগন, গণমাধ্যম ও সাংবাদিকদের কোনরূপ ক্ষতি হতে পারে এমন বিষয়ে সংগঠিত না হয়ে বরং সংগঠনের সম্মান রক্ষায় দেশ ও জনগনের স্বার্থে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(BMSF) অবিচল থাকবে।
নকলা উপজেলা শাখার সম্মানিত সভাপতি জনাব শফিউজ্জামান রানা (বিএমএসএফ) এর উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে সকলকে অবহিত করেন এবং সবাইকে ঐক্যমত ও দলবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার প্রকাশ সহ সাংবাদিকদের সাহসিকতার সাথে যথা সময়ে সঠিক তথ্য তুলে ধরার আহবান জানান। তিনি আরও বলেন সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা, এ পেশায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করে খবর প্রচার করতে হয় ।
সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে একজন সাংবাদিকের উপর বিভিন্ন সময় ঘাত প্রতিঘাত আসতে পারে, এ সবকিছু উপেক্ষা করে সাংবাদিকদের তার পেশাগত দারিত্বে কাজ করতে হয় । আমার সংগঠনের সকলের প্রতি আহ্বান থাকবে, নকলা উপজেলার (বিএমএসএফ) এর কার্যক্রম সারা বাংলাদেশে মাইলফলক হয়ে থাকবে বলে এই আশাবাদ ব্যক্ত করেন ।
কেন্দ্রীয় স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঘোষিত কমিটির অন্যরা হলেন…
সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম (যায়যায়দিন)।
সহ-সভাপতি মোহাইমিনুল ইসলাম হুমায়ূন (এশিয়ান এজ)।
যুগ্ম সাধারণ সম্পাদক-রকিব হাসান রবিন(দৈনিক দেশ প্রতিদিন)।
যুগ্ম সাধারণ সম্পাদক-রাইসুল ইসলাম রিফাত (দৈনিক আজকের বাংলাদেশ)।
সাংগঠনিক সম্পাদক-মোঃ মামুন মিয়া ( দৈনিক দেশ বুলেটিন)
কোষাধ্যক্ষ-মোঃ আইনুল নাঈম ( দৈনিক ভোরের বানী ও ক্রাইম বুলেটিন)।
দপ্তর সম্পাদক-সজিব মিয়া ( দৈনিক আজকের বসুন্ধরা)।
প্রচার সম্পাদক-মোঃ মাহাদী হাসান (দৈনিক আমার বার্তা)।
সহ-প্রচার সম্পাদক-এসএম সিফাত হাসান (দৈনিক আজকের সংবাদ)।
ক্রীড়া সম্পাদক-মাহমুদুল হাসান মামুন (সপ্তাহিক আধুনিক সংবাদ)।
ধর্ম বিষয়ক সম্পাদক-মোঃ লিটন মিয়া অপরাধ তথ্যচিত্র।
সাংস্কৃতিক ও তথ্য বিষয়ক সম্পাদক- আসিফ আলম চমক (দৈনিক ভোরের ডাক)।
নির্বাহী সদস্য-ইমন হাসান সুইট (দৈনিক প্রথম বুলেটিন)।
নির্বাহী সদস্য-মোঃ মোয়াজ্জেম হোসেন (দৈনিক ভোরের বানী)।
নির্বাহী সদস্য-মোঃ সাকিব হাসান (দৈনিক কালের সকাল)।
নির্বাহী সদস্য-ডাঃ আতাহার আলী (ভ্রক্মপুত্র নিউজ অনলাইন)।
নির্বাহী সদস্য-সাখাওয়াত হোসেন সোহেল (ক্রাইম তালাশ)।
নির্বাহী সদস্য-মোঃ সাদিকুর রহমান (আশ্রয় প্রতিদিন)।
নির্বাহী সদস্য-মোছাঃ হিমু আক্তার (দৈনিক বিকাল বার্তা)।
নির্বাহী সদস্য-মোঃ ফিরোজ উদ্দিন (দৈনিক আই বার্তা) ।
নির্বাহী সদস্য-জহিরুল ইসলাম (দৈনিক পূর্বময় ডটকম)।