স্টাফ রিপোর্টার, মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল, ছাতক, সুনামগঞ্জ
গতকাল ২২সেপ্টেম্বর রাত ৮ ঘটিকায় ছাতক পৌরসভার কালীবাড়িতে ক্যাপ্টেন সোহেব আক্তার এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন প্রকার ৩৯ বোতল মদ ও নগদ ১২৪৫০ টাকা সহ ২জনকে আটক করেন।
আটককৃতরা হলেন ১। আতিকুর রহমান (৫০), পিতা-মৃত আজিজুর রহমান, সাং-খারগাঁও, ইউপি-কালারুকা, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ
২। মোশারফ হোসেন (৪২), পিতা-মৃত মোহাম্মদ আলী, সাং-ততারখিল, পোঃ-আবিরপাড়া, থানা-সোনাইমুড়ি, জেলা-নোয়াখালী, বর্তমান ঠিকানা-সাং মন্ডলীভোগ (শাহজালাল আবাসিক এলাকা), ৭নং ওয়ার্ড, ছাতক পৌরসভা, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ। আটকের পর তাদেরকে ছাতক থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) ধারা ছাতক থানা মামলা নং ২৭ রুজু করা হয়।