স্টাফ রিপোর্টার, কেএম আবুল হোসেন, নারায়ণগঞ্জ
বাংলাদেশ অনলাইন তৃণমূল সাংবাদিক ফোরাম (বিওটিএসএফ)এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৩শে নভেম্বর ২০২৪)সকাল ১০টায় ঢাকার যাত্রাবাড়ি সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে বার্তা প্রবাহ পত্রিকার সম্পাদক ও অনলাইন -ই-ভোরের আওয়াজ এর নির্বাহী সম্পাদক মোঃ মনির হোসেন কাজী,কে চেয়ারম্যান ও দৈনিক দিনকাল পত্রিকা ও অনলাইন এফএনএফ এর শরীয়তপুর জেলা প্রতিনিধি মোঃ আল আমিন শাওন কে মহাসচিব করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।আংশিক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ রা হলেন -কো-চেয়ারম্যান মু,হারিসুর রহমান, এম,এ,গফুর মোল্লা।সিনিয়র ভাইসচেয়ারম্যান-ইসমাইল হোসেন স্বপন,ভাইস চেয়ারম্যান -ফাতেমা বেগম, মোঃ হেলাল উদ্দিন, মোঃ ওবায়দুর রহমান সাইদ, কে,এম,আবুল হোসেন, মোঃ সেলিম মাহমুদ, মোঃ মতিউর রহমান শিকদার, মোঃ নুরুল হক খান, মোঃ আল আমিন ইসলাম। সিনিয়র যুগ্ন মহাসচিব -হামিদুল ইসলাম, যুগ্ন মহাসচিব -মোঃ শাহগীর মৃধা, মোঃ আতিকুর রহমান, আহছানউল্লা, ফারজানা শারমিন, মোঃ কুতুবউদ্দিন,শাহ সাহিদ উদ্দিন, মোঃ আল ইমরান রুবেল, মোঃ কাজল,শাহনাজ হীরা, মামুনুর রশীদ রতন।সাংগঠনিক সম্পাদক -মোঃ শরিফুল ইসলাম, সৈয়দা রোকসানা পারভীন রুবী,আঃ মমিন, কাজী মহিউদ্দিন মইন,মোঃ ইসমাইল খান, নিহারেন্দুচক্রবর্তী,মোঃ শওকত আলী, অর্থ সম্পাদক -ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, দপ্তর সম্পাদক -মোঃ মেজবাহ উদ্দিন। প্রচার সম্পাদক -সৈয়দ তাছনিম ইউসুফ রুপক,আইন বিষয়ক সম্পাদক -এডঃমোঃ শাহীন, নির্বাহী সদস্য -সোহাগ সর্দার, রায়হান ইসলাম।
এছাড়াও আগামী এক মাসের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়।নতুন নেতৃবৃন্দ বলেন, অনলাইন সংবাদ মাধ্যমে সারাদেশে কর্মরত পেশাদার বিভিন্ন সাংবাদিকদের মধ্যে আন্তঃসম্পর্ক বৃদ্ধির উদ্দেশ্যে এবং সাংবাদিকদের যে কোন বিপদে তাদের পাশে দাঁড়ানোর প্রত্যাশায়”বাংলাদেশ অনলাইন তৃনমুল সাংবাদিক ফোরাম “(বিওটিএসএফ)সাংবাদিকদের কল্যাণ প্রত্যাশায় আমরা। এদিকে নতুন কমিটির নেতৃবৃন্দকে সারাদেশের বিভিন্ন সাংবাদিক সহ নানান শ্রেণি পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। অন্যদিকে নতুন নেতৃবৃন্দ ও সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।