মোঃ গোলাম জাকারিয়া, স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদের সভাপতিত্বে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। আগামী 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাবে জেলা প্রশাসন। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ষোল ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হবে। এর সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেবেন্দ্রনাথ ওরাও, জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ আফাজ উদ্দিন, এডিসি সার্ভস মোঃ রাকিব হাসান তরফদার, বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মোঃএসএম মাহমুদুর রহমান রশিদ। উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তাছলিমা খাতুন, মোসাঃ নিশাত আঞ্জুমান অনন্যা, মোঃ আফতাবুজ্জামান আল ইমরান, নিলুফা সরকার, ফাহমিদা আক্তার, ডাঃ রেহমান খাতুন, আলহাজ্ব মোহাম্মদ আব্দুর রহমান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, স ও জ এর উপ-বিভাগীয় প্রকৌশলী, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, চেম্বারের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান ও বিভিন্ন উদ্যোক্তা।
চাঁপাইনবাবগঞ্জ সদর সহ জেলার সকল উপজেলার বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ, প্রদীপ প্রজ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বুদ্ধিজীবী দিবসের সুবিধা জনক সময়ে সব মসজিদ, মন্দির, গির্জা ,প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হবে। এছাড়াও বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এক দিনব্যাপী বিজয় মেলা আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়। মেলায় ৬০টি স্টল অংশ নিবে বলে সভায় জানান বিসিক কতৃপক্ষ।