স্টাফ রিপোর্টার, সুমন আহমেদ দোয়ারা বাজার, সুনামগঞ্জ
দোয়ারা বাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী প্রোপাইটর মোঃ ওয়ারিছ আলী পক্ষ থেকে সানরাইজ স্পোর্টিং ক্লাব বনগাঁও কতৃর্ক আয়োজিত অষ্টম নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টে প্রথম পুরস্কার একটি ফ্রিজ দিয়ে সহযোগিতা করেছেন, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ২ নং নরসিংপুর ইউনিয়নের মোহাম্মদ ওয়ারিছ আলী
তিনি একজন নরসিংপুর বাজারে’র সফল ব্যবসায়িক আলী মটরস, তিনি জানান আমার এই ব্যবসার সফলতার পিছনে অনেক কঠোর পরিশ্রম রয়েছে, এবং আমি সবার দোয়াও ভালবাসায় এ পর্যন্ত এগিয়ে আসতে পেরেছি,
সানরাইজ স্পোর্টিং ক্লাব বনগাঁও নাইট মিনি’বার কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টে আগত নরসিংপুর ইউনিয়নবাসী’সহ সকল দর্শক, শুভাকাঙ্ক্ষী ও খেলোয়াড়দের জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।
খেলাধুলায় মানুষকে আগ্রহ ভালোবাসা জন্মায় খেলাধুলার মাধ্যমে আমাদের শারীরিক অবস্থা সচল হয়,
সৌজন্যে: আলী মটরস
আমি মো: ওয়ারিছ আলী ( চেয়ারম্যান পদপ্রার্থী ২নং নরসিংপুর ইউনিয়ন)