স্টাফ রিপোর্টার, মোঃ রাসেল শেখ কালিয়া, নড়াইল
নড়াইলের কালিয়ায় কৃষকের মধ্যে বিনামূল্যে শাকসবজির বীজ ও সার বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ। মঙ্গলবার (২৬ নভেম্বর ) সকাল সাড়ে ১১টায় উপজেলা কৃষি প্রশিক্ষন হলরুমে ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে পুনর্বাসন কর্মসূচির আওতায় অতিবৃষ্টি, বন্যা ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ক্ষতিগ্রন্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মাঠে চাষযোগ্য বিভিন্ন হাইব্রীড জাতের শীতকালীন শাকসবজির বীজ, সার, ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
উপ সহকারী কৃষি অফিসার এস,এম আবুল হাসানের সঞ্চালনায় ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইভা মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুজ্জামান, এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন কালিয়া প্রেসক্লাবের সভাপতি শেখ গোলাম মোর্শেদ। এ সময় প্রনোদনা প্রাপ্ত ১৯৮০ জন কৃষকের মাঝে মরিচ, টমেটো, লাউ, ব্রকলি, বেগুন, মিষ্টিকুমড়া, ফুলকপি, বাধাকপিসহ ৮ প্রকারের শবজি বীজ, ১০ কেজি করে
ডিএপি ও এম ও পি সার এবং নগদ অর্থ সহায়তা হিসাবে বিকাশ ট্রানজেকশনের মাধ্যম ১ হাজার টাকা প্রদান করা হয়।