স্টাফ রিপোর্টার, রাব্বি হাসনাত ইমন, কানাইঘাট
কানাইঘাট উপজেলায় আইনশৃঙ্খলার উন্নয়ন এবং সামাজিক মূল্যবোধের অবক্ষয় রোধে গতকাল মঙ্গলবার (২৬নভেম্বর) কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যেগে উপজেলার ৫নং বড়চতুল ইউনিয়ন পরিষদে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিন।এ সময় তিনি বলেন, আইনশৃঙ্খলার উন্নয়নে রাজনৈতিক দল,সামাজিক সংগঠন,জনপ্রতিনিধিসহ সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা প্রয়োজন।প্রত্যেক অভিবাকদেরকে তাঁর সন্তানের প্রতি যত্নবান ও সচেতন থাকতে হবে,কানাইঘাটে আলোচিত শিশু মুনতাহা হত্যাকান্ডসহ সম্প্রতি সময়ে উপজেলায় ঘটে যাওয়া বিভিন্ন হত্যাকান্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।এ সময় তিনি আরও বলেন,প্রতি শুক্রবারে জুম্মার নামাজের পূর্বে ও ধর্মীয় উপাসনালয়ে সামাজিক মূল্যবোধের উপর আলোকপাত করতে হবে।
সভায় কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল বলেন,পুলিশ জনগণের বন্ধু,পুলিশকে সবাই যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দিয়ে সহযোগিতা করবেন,প্রয়োজনে নিজের পরিচয় গোপন রেখে সঠিক তথ্য দিবেন।কানাইঘাট থানা পুলিশ যেকোনো অপরাধমূলক কর্মকান্ড রুখতে সর্বদা প্রস্তুত রয়েছে।আমাদের সবাইকে পরিবারের সকল সদস্যদের প্রতি সচেতন থাকতে হবে।
সভায় আইনশৃঙ্খলা ও সামাজিক মূল্যবোধ অবক্ষয় রোধে বিভিন্ন মতামত তুলে ধরেন বড়চতুল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী, ইউপি সদস্য মাওলানা খলিলুর রহমান, ইসলাম উদ্দিন, নজরুল ইসলাম, হারুন রশিদ ,ও কাজী মামুনুর রশদি, সুবেদার আফতাব উদ্দিন , মুক্তিযোদ্ধা বিয়ষক সম্পাদক, খাইরুল ইসলাম, মোঃ আব্দুল্লাহ , ব্যবসায়ী প্রতিনিধি, আব্দুন নুর, বড়চতুল ইউ/পি বিএনপি সভাপতি, এনামুল হক সায়েম, সহ প্রমুখ।