স্টাফ রিপোর্টার, খোরশেদুল আলম, বোয়ালখালী, চট্টগ্রাম
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জুলাই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে স্মরণ সভা ২৬ শে নভেম্বর (মঙ্গলবার) সকালে উপজেলা মিলনায়তনে বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রি খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি কানিজ ফাতেমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: প্রতীক সেন, অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার, উপজেলা শিক্ষা অফিসার সালমা ইসলাম, উপজেলা প্রকৌশলী রেজাউল করিম, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ মামুন বোয়ালখালী প্রেসক্লাবের প্রচার সম্পাদক জাহিদ হাসান, এসএম মোদ্দাচ্ছের, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক শাকিল মোহাম্মদ সাকিল, আহত মোহাম্মদ ইমন,জহিরুল, মোহাম্মদ হাবিব, ইখলাস মিয়া, রনি সরকারসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ স্মরণ সভা শেষে শহীদদের স্বরণে দোয়া ও মুনাজাত করা হয়।