আব্দুল আলীম ইমতিয়াজ: স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ)
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শারমিন আরা বদলী জনীত বিদায় উপলক্ষে জগন্নাথপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর পক্ষ বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি গোবিন্দ দেব, সাধারন সম্পাদক গোলাম সারোয়ার, সাংগঠনিক সম্পাদক, শাহ এস এম ফরিদ, কার্যকরি কমিটির সদস্য হুমায়ুন কবির ও আল আমিন ইসলাম উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ডাক্তার শারমিন আরা উচ্চতর ডিগ্রি অর্জন জনীত কারণে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছেন। তিনি জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ২০২৩ সালে যোগদান করেন। ডাক্তার শারমিন আরা যোগদানের পর থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নতি ও স্বাস্থ্য সেবায় উল্লেখযোগ্য অবদান রাখেন।