আব্দুল আলীম ইমতিয়াজ: স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):
সুনামগঞ্জের জগন্নাথপুরে জলবায়ু সহনশীলতা, মৎস্যচাষ ও ব্যবস্থাপনায় আগাম সতর্কবার্তা বিষয়ক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৮ নভেম্বর সকাল ১০ ঘটিকায় জগন্নাথপুর উপজেলা মৎস্য অফিসের আয়োজনে ও কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিসারিজ এন্ড একুয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্প মৎস্য অধিদপ্তর ও এফএও বাংলাদেশ এর সহযোগিতায় স্থানীয় কৃষি অফিসের হলরুমে জলবায়ু সহনশীলতা, মৎস্যচাষ ও ব্যবস্থাপনায় আগাম সতর্কবার্তা বিষয়ক সচেতনতা নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা খামারী, নারী উদ্যোক্তা সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহন করেন।
অনুষ্ঠানে জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আল আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট বিভাগের মৎস্য উপ পরিচালক মো: আশরাফুজ্জামান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো: শামছুল করিম।
আরো বক্তব্য রাখেন শান্তি গঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন, জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিসারিজ এন্ড একুয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের ফিল্ড কো অর্ডিনেটর ড. মোঃ শফি উল্লাহ’র সহ আরো অনেকে।
আলোচনায় জলবায়ু পরিবর্তন এবং পরিবর্তনে গ্রামীণ নারী পুরুষদের করনীয় বিষয়ে গুরুত্ব দেয়া হয়।