স্টাফ রিপোর্টার, মোঃ আল-আমিন, জয়পুরহাট
জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া মোবাইলের জিডির সূত্র ধরে গত এক সপ্তাহে ১৪ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা পুলিশ। গতকাল বুধবার নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মোবাইল ফোনগুলো হস্তান্তর করেন পাঁচবিবির থানার ওসি মোঃ কাউছার আলী ,এ এস আই সোহেল রানা সহ অনেকেই।
এ বিষয়ে জয়পুরহাট পুলিশ সুপার কাছে জানতে চাইলে, তিনি বলেন জয়পুরহাট জেলার বিভিন্ন থানায় প্রতিদিন মোবাইল হারানোর জিডি হয়। জিডি নিয়ে নিয়মিত কাজ করে জেলা পুলিশের একটি চৌকস টিম। সেই জিডিগুলোর পরিপ্রেক্ষিতে সাইবার ক্রাইম মনিটরিং সেল এ মোবাইলগুলো উদ্ধার করে। আমরা খুবই আনন্দিত এ কাজটি করতে পেরে। হারানো কোনো কিছু ফিরে পেয়ে মানুষ যে আনন্দ পায় এটাই আমাদের প্রাপ্তি, আমাদের সাফল্য। জয়পুরহাট জেলার জনগণকে বলব যে কোনো প্রয়োজনে পুলিশ আপনাদের পাশে আছে।
পাঁচবিবি থানার ওসি মোঃ কাউছার আলী বলেন , আমাদের পাঁচবিবি থানার হারানো মোবাইল গুলো উদ্ধার করে, মালিকদের কাছে ফেরত দিতে গিয়ে, তাদের হাঁসি মাখা মুখ দেখে আমাদের অনেক ভালো লাগে।
আমাদের কাজ করার চাহিদা দ্বিগুণ বেড়ে যায় । আমার মনে হয় আমাদের এই কাজগুলো জনগণের খুব ভালো লাগবে।
পাঁচবিবি থানার এ এসআই সোহেল রানাকে এক কথায় মোবাইল কেডি বললে ভুল হবে না। তিনি এখন পর্যন্ত প্রায় ৬০০ টির উপরে হারানো মোবাইল ফোন উদ্ধার করেছেন।
মোবাইল ফোন ফেরত পেয়ে অনেকই বলেন, আমাদের মোবাইল ফোনটি হারিয়ে যায়, পরে থানায় জিডি করি। পাঁচবিবি থানা পুলিশ আমাদের ফোনটি উদ্ধার করে দিয়েছে। হারানো মোবাইল ফিরে পেয়ে আমি অনেক খুশি।’আমরা এ এস আই সোহেল রানা স্যার কে অসংখ্য ধন্যবাদ জানাই পাঁচবিবির থানার পক্ষ থেকে।
এ সময় জয়পুরহাট পুলিশ সুপারের অনুমতি নিয়ে, পাঁচবিবি থানার ওসি মোঃ কাউছার আলীর উপস্থিতিতে এ এস আই সোহেল রানার তত্ত্বাবধায়নে উদ্ধার কৃত মোবাইল ফোন আসল মালিকদের কাছে হস্তান্তর করা হয়।