আব্দুল আলীম ইমতিয়াজ: স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):
তাহিরপুরে দক্ষতা উন্নয়ন প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি (প্রমিজ) তাহিরপুর,
সুনামগঞ্জের উদ্যোগে “ক্লাইমেট রেজিলিয়েণ্ট এন্ট্রিপ্রিনিউরশিপ প্রোগ্রাম ফর ইয়ুথ-লেড বিজনেস ” প্রকল্পের উদ্দ্যোগে এ অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৮) নভেম্বর সকাল ১০:০০ ঘটিকায় উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত সভায় ব্র্যাক সুনামগঞ্জ জেলা সমন্বয়ক আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রকল্পের প্রজেক্ট নিয়ে বিস্তারিত আলোচনা করেন, দক্ষতা উন্নয়ন কর্মসূচির জেলা ব্যবস্থাপক তানবীন সুইটি।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো: আবুল হাশেম।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো:আবদুস সামাদ, উপজেলা সমাজসেবা অফিসার তৌফিক আহমেদ , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো:মহিবুল ইসলাম ,জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম।
সভায় জানানো হয়- ব্র্যাকের মাধ্যমে উপজেলার তরুণদেরকে প্রশিক্ষণের আওতায় এনে উদ্যোক্তা সৃষ্টি করে ক্ষুদ্র ও মাঝারী ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠার লক্ষে কাজ করা হচ্ছে।
সভায় আরও বক্তব্য রাখেন ব্র্যাক এরিয়া ম্যানেজার (প্রগতি) দেবেশ চন্দ্র সাহা রায়।ব্র্যাকের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক এরিয়া ম্যানেজার (দাবি)আবদুস সালেক, তাহিরপুর ব্র্যাক অফিসের শাখা ব্যবস্থাপক অভি রায়।
অবহিতকরণ সভায় ব্র্যাকের কর্মকর্তারা জানান, উক্ত প্রকল্পটি সুনামগঞ্জ জেলার তাহিরপুর, বিশম্ভপুর ও জামালগঞ্জ উপজেলায় বাস্তবায়ন হচ্ছে। প্রকল্পের মাধ্যমে দক্ষতা উন্নয়নের লক্ষ্যে নতুন উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদান এবং উদ্যোক্তাবৃন্দকে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সাথে লিংকেজ করে দেয়া, যেন সহজে তারা লোন পেতে পারেন এবং তাদের ব্যবসা সম্প্রসারণ করতে পারেন।