মোঃ জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টারঃ কেরানীগঞ্জ
ঢাকার কেরানীগঞ্জ উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কদের উদ্যোগে সাধারণ মানুষের সাথে জাতীয় নাগরিক কমিটির ব্যানারে মত বিনিময় সভা অনুস্ঠিত হয়। এখানে ছাত্র, জনতা সহ আপামর সাধারণ মানুষ অংশ গ্রহণ করে। কেরানীগঞ্জ উপজেলা ছাত্র সমন্বয়ক মোঃ জসীমউদ্দিনের পবিত্র কুরআন তিলোয়াতের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুস্ঠানের সার্বিক সঞ্চালনের দায়িত্বে ছিলেন কেরানীগঞ্জ উপজেলা ছাত্র সমন্বয়ক মোঃ জাবেদ হোসেন। উপস্থিত ছিলেন ২০২৪ ছাত্র আন্দোলনে নিহত রিয়াজ,লিয়ন,রাজিবের পরিবার সহ আহত অনেকে। সহিদ রিয়াজের মা কান্নাজরিত কন্ঠে ছাত্র সমন্বয়কদের মাধ্যমে সরকারের উদ্দেশ্য বলেন সহিদদের যেন ভুলে না যায় এবং আর কোন সরকারের বিরুদ্ধে যেন আন্দোলন করতে যেয়ে আর কারো জীবন দিতে না হয়। আহত হওয়া ছাত্র মোঃ ইয়ামিন সরকারের উদ্দেশ্যে বলেন আহত সবার যেন সরকারি ভাবে উন্নত চিকিৎসা দেওয়া হয়। সহিদ লিয়নের বাবার দাবী সহিদ পরিবারকে যেন ভুলে না যায় এবং আহতদের চিকিৎসার জন্য যেন সরকারি হেলথকার্ড করে দেওয়া হয়। আদনান বকুলের উদ্ভোধনী আলোচ্য বক্তব্যের মধ্যে দিয়ে মতবিনিময় সভা শুরু হয়।
[29/11, 9:37 pm] +880 1852-271031: কেন্দ্রীয় নাগরিক কমিটির সদস্য মোঃ আতাউল্লাহ আলোচনা করতে গিয়ে বলেন, আমরা শুধু নির্বাচনের জন্য আন্দোলন করি নাই, আমরা আন্দোলন করেছি পরিবার কেন্দ্রীক ও দলীয়করণ ফ্যাসিবাদী রাজনীতি বিদায় করে জনগণের সরকার গঠনের জন্য। নাগরিক কমিটির আরেক কেন্দ্রীয় সদস্য মোঃ নিজাম উদ্দিন বলেন, আমরা সাধারণ মানুষের অধীকার ফিরিয়ে দেওয়ার জন্য তরুণ ছাত্র জনতার সমন্বয়ে নতুন রাজনৈতিক দল তৈরি করবো, যে দলের তরুন নেতারা ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত দায়িত্ব পালন করবে। উপজেলা সমন্বয়ক ও সঞ্চালক জাবেদ হোসেনের গঠনমুলক, প্রান চঞ্চল, আশার আলোর কথায় ছাত্র জনতা মুহুর্মুহু করতালি দিয়ে সমর্থন জানায়।