নোটিশ:
Welcome To Our Website...

শেরপুরের নকলায় উপজেলায় জুলাই-আগষ্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে স্মরণসভা

  • আপডেট সময় শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৩৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার: রকিব হাসান রবিন, নকলা, শেরপুর

শেরপুরের নকলায় উপজেলায় জুলাই-আগষ্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে তাঁদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

৩০ নভেম্বর শনিবার দুপুরে উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ হলরুমে ওই স্মরণসভার আয়োজন করে।

স্মরণসভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন সহকারি কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, নকলা সেনাক্যাম্পের প্রতিনিধি ক্যাপ্টেন সজীব, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল হক তালুকদার চান মিয়া ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, পৌর বিএনপি’র আহবায়ক কামরুল আলম খান ও সদস্য সচিব আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক শফিউল আলম পলাশ, জামায়াতে ইসলামী নকলা উপজেলা শাখার সাবেক আমির খাদেমুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের প্রতিনিধি সাব্বির আহমেদ ও এসএম মাসুম, শহীদ পরিবারের সদস্য ফরিদ হাসান, আহত ইসরাফিল, হাছর উদ্দিন, হাসিবুল হাসান, সোহাগ মিয়া, সুজন মিয়া ও বাহার আলী, আহত আক্রাম হোসেনের মাতা অজুফা বেগম, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন আহমেদ ও আরিফুর রহমান প্রমুখ।

উল্লেখ্য যে, জুলাই-আগষ্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অবস্থানরত নকলা উপজেলার ২ জন শহীদ ও ৮ জন আহত হয়েছিলেন বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.