মোঃ গোলাম জাকারিয়া, স্টাফ রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ
সোমবার (২ ডিসেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ভবন জেলা প্রশাসক ও সচেতন নাগরিক কমিটির যৌথ উদ্যোগে তথ্য মেলা উদ্বোধন করা হয়েছে। জেলা মঞ্চ তথ্য ঝামেলার উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেবেন্দ্রনাথ উ৺রাও। এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশন বাংলাদেশের পরিচালক (প্রশাসন অর্থ ও আইটি) এস এম কামরুল ইসলাম, সিভিল সার্জন ডক্টর এস এম মাহমুদুর রশিদ, মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর বিপ্লব কুমার মজুমদার।
‘ তথ্য শক্তি জানবো জানাবো, দুর্নীতি রুখবো’ স্লোগান দিয়ে মেলার উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সভাপতি সেলিনা বেগম। স্বাগত বক্তব্য রাখেন সোনাকের সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম রেজা । মেলায় উপস্থিত ছিলেন জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মাসুদ পারভেজ, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মোঃ জিল্লুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর পলাশ সরকার। এ ডি সি (সার্বিক) মোঃ নাকিব তরফদার, ব্যথা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ গোলাম মোস্তফা, সদর উপজেলা নির্বাহী অফিসার মোসাঃতাছলিমা খাতুন, জেলা সমাজসেবা অধিদপ্তর উপ পরিচালক উম্মে কুলসুম সহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সরকারি বেসরকারি অফিসের প্রধান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। তথ্য মেলায় ভূমি, স্বাস্থ্য ও কৃষি সেবা বিষয়ক গন শুনানি ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে ৬৩ স্টল স্থান পেয়েছে। আগামীকাল সন্ধ্যায় মেলা সমাপনী হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।