ক্রাইম রিপোর্টার মোঃ দিদার উদ্দিন, হাতিয়া
হাতিয়ায় নৌকা ডুবে দুজন নিখোঁজ ও দুজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। তথ্যসূত্রে জানা যায়, মারা যাওয়া দুই ব্যক্তির পরিচয় পাওয়া যায়।
একজন মোহাম্মদ জুয়েল (২৫) পিতা মোস্তফা
অন্যজন মোঃ আবুল হাসেম (৩৫) প্রতিবন্ধী বোবা পিতার নাম জানা যায়নি দুজনেই একই এলাকার বাসিন্দা পশ্চিম কালিরচর ৯ নং ওয়ার্ড হাতিয়া নোয়াখালী।
৫ই ডিসেম্বর রাত আনুমানিক রাত ২ টায় সাগরে মাছ কম থাকায় চার নৌকার মাছ একসাথে এই নৌকা আসার সময় সাগরে বড় একটা পানি ঢেউ আসে। পানির ঢেউ এর সাথে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়।
নৌকাতে থাকা চারজনের মধ্যে দুজন মারা যান দুইজন নিখোঁজ হয়ে যান ও দুজনে লাশ পাওয়া যায়।