স্টাফ রিপোর্টার, আরফাত সিকদার, কক্সবাজার
কক্সবাজার সুগন্ধা পয়েন্টে বালিয়াড়িতে অবৈধ ঝুপড়ি দোকান উচ্ছেদ করেন কক্সবাজার জেলা প্রশাসক।
আজ ৭ই ডিসেম্বর সকাল থেকেই সুগন্ধা পয়েন্ট হইতে লাবনী পর্যন্ত অবৈধ দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করেন কক্সবাজার জেলা প্রশাসকের। পর্যটক সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট। জনাব, তানভীর হোসাইন।
এ সময় পর্যটক সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট। তানভীর হোসেন।গণমাধ্যমকে বলেন। হাইকোর্টের নিষেধাজ্ঞাকে অমান্য করে। বালিয়াড়িতে যেসব অবৈধ স্থাপনা রয়েছে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য নির্দেশ দেন কক্সবাজার জেলা প্রশাসক মান্যবর ডিসি মহোদয় জনাব সালাউদ্দিন আহমেদ।
এ সময় গণমাধ্যমকে আরো বলেন। বাংলাদেশের দূরদূরান্ত থেকে ছুটে আসা হাজারো পর্যটক সমুদ্র সৈকতে সৌন্দর্য উপভোগ করতে কলাতলী পয়েন্ট হইতে সুগন্ধা ও লাবনী পয়েন্ট পর্যন্ত যেসব অবৈধ স্থাপনা রয়েছে সকল অবৈধ স্থাপনা হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী উচ্ছেদ অভিযান পরিচালনা করেন কক্সবাজার জেলা প্রশাসক।
এ সময় কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলে জানতে পারি। বাংলাদেশের দূর দুরান্ত থেকে ছুটে আস হাজারো পর্যটকের সৌন্দর্যের রক্ষার্থে বালিয়াড়িতে ঝিনুকের ব্যবসা পরিচালনা করে তাদের পরিবার পরিজন নিয়ে তাদের সংসার চলে বলে আমরা জানতে পারি এ সময় ব্যবসায়ী তাদের ব্যবসা প্রতিষ্ঠান উচ্চেদ হয়ে গেলে কক্সবাজারে ২০ হাজার মানুষ বেকারত্ব হয়ে পড়বে বলে জানান ব্যবসায়ীরা।