আব্দুল আলীম ইমতিয়াজ: স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ
সুনামগঞ্জ শহরের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান চাইল্ড কেয়ার একাডেমির পরিচালনা পর্ষদ আল মুয়াখাত সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন সুনামগঞ্জ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে ২০২৫-২০২৬ সেশনের জন্য ছৈয়দ মনসুর আলীকে সভাপতি, এডভোকেট শামসউদ্দিনকে সহ-সভাপতি ও মোমতাজুল হাসান আবেদকে সেক্রেটারী হিসেবে নির্বাচিত করা হয়। শনিবার সকাল সাড়ে ১০ টায় সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্টস্থিত চাইল্ড কেয়ার একাডেমির হল রুমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে চাইল্ড কেয়ার একাডেমির পরিচালনা পর্ষদ আল মুয়াখাত সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উপস্থিত সকল সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন এডভোকেট রফিকুল আলম, এডভোকেট কামাল হোসেন, এডভোকেট হেলাল উদ্দিন, আব্দুর রব চৌধুরী, আব্দুল মুত্তালিব, মাওলানা আলীনুর, ছিদ্দিকুর রহমান স্বপন, আনিছুর রহিম৷
নব নির্বাচিত সভাপতি ছৈয়দ মনসুর আলী জানান, আল মুয়াখাত সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন একটি সমাজ কল্যানমূলক সংগঠন। সুনামগঞ্জের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড ও শিক্ষা বিস্তাতের উদ্দেশ্যে এই সংগঠটি ১৯৯৮ সালের ২৬শে মার্চ শতাধিক সদস্য নিয়ে গঠন করা হয়েছিল। পশ্চাৎপদ সুনামগঞ্জের শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে এই সংগঠনের সেবা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এই নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দ্বায়িত্ব পালন করেন সমবায় কর্মকর্তা মাসুদ আহমেদ, চাইল্ড কেয়ার একাডেমির প্রিন্সিপাল রুহুল আমিন, দৈনিক সংগ্রাম প্রতিনিধি এডভোকেট মহসিন রেজা মানিক।