নিজস্ব প্রতিবেদক, রুমানা রুমা
সরকারি নিবন্ধিত প্রিন্ট গণমাধ্যম দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি সম্মেলন ও প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। ৭ ই ডিসেম্বর (শনিবার) মিরপুর ১২ বুফেট লঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সম্মেলনে প্রশিক্ষনসহ প্রতিনিধিদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেয়া হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সম্পাদক ও প্রকাশক কর্ণধার স্বত্বাধিকারী মোঃ আলাউদ্দিন রায়হান, নির্বাহী সম্পাদক হাসিনা রায়হান, ব্যবস্থাপনা সম্পাদক পরিচালক জনাব জুবায়ের হোসেন জাদু এবং প্রধান নির্বাহী অফিসার তাজরুবা করিম তাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়াও বিভিন্ন জেলা উপজেলা প্রতিনিধিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নানান আয়োজনের মধ্যে দিয়ে দৈনিক দেশ প্রতিদিনের প্রতিনিধি সম্মেলন পালিত হয়েছে।