উসমান গনি, স্টাফ রিপোর্টার, দৈনিক দেশ প্রতিদিন
গাজীপুরের শ্রীপুর বাজারে গরু হাটা রোডে দুলু খান মার্কেটে ৭ই ডিসেম্বর ২০২৪ শনিবার সন্ধ্যা ছয়টার দিকে লেপ-তোশকের দোকান থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনের সূত্রপাতের খবর পেয়ে শ্রীপুর মাওনা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।
অগ্নিকান্ডে লেপ তোষকের দোকানের মালামাল সহ
পাশে থাকা আরো কয়েকটি দোকানের মালামাল আগুনে পুড়ে গেছে বলে জানা গেছে।
লেপ-তোষকের দোকানের মালিক সোহরাব উদ্দিন ও জুট গোদামের মালিক জাকির হোসেন বলেন ফায়ার সার্ভিস দেরিতে আসার কারনে আমাদের দোকানের সব মালামাল পুড়ে ছাই।
শ্রীপুর মাওনা ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মোঃ হুমায়ুন কবির বলেন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা রওনা হলে রাস্তায় জ্যাম থাকার কারণে কিছুটা দেরি হয়।
তবে দুঃখের বিষয় ফায়ার সার্ভিসের লোকেরা জানান সাধারণ মানুষের ফেসবুকে লাইভ করা ও মানুষের ভিড়ের কারণে আগুন নিভাতে দেরি হয়।