আব্দুল আলীম ইমতিয়াজ: স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ)
সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজ রবিবার সকাল ৮ ঘটিকায়
সৌদি আরব থেকে আসা কোরবানিকৃত ২০ কার্টন দুম্বার মাংস দুঃস্থ মানুষের মাঝে ও বিভিন্ন মাদ্রাসা এতিমখানায় বিতরণ করা হয়েছে। প্রতি কার্টনে ২৭ কেজি করে মাংস ছিল পচনশীল দ্রব্য হওয়ায় তা দ্রুত বিতরণ করা হয়।
বংশীকুন্ডা উত্তর ২ কার্টন
বংশীকুন্ডা দক্ষিণ ৩ কার্টন এর মধ্যে গড়াকাটা ও দাতিয়াপাড়া এতিমখানার জন্য ২ কার্টন,
চামরদানি ২ কার্টন,মধ্যনগর ২ কার্টন,বাকী ২ কার্টন উপজেলা প্রশাসনের পক্ষ হতে বিতরণ করা হয়েছে।
বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও চেয়ারম্যান সাহেবদের রেজিস্টার মেনটেন করতে বলা হয়েছে। বিতরনকালে উপস্থিত ছিলেন উত্তর বংশীকুন্দ্রা ইউনিয়ন চেয়ারম্যান নুর নবী তালুকদার, মধ্যনগর সদর এর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর সাত্তার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফজলে রাব্বি সার্বক্ষণিক সহযোগিতায় ছিলেন।