আব্দুল আলীম ইমতিয়াজ: স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ
সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৯ ডিসেম্বর ২০২৪ খ্রি.) সকাল সাড়ে ৯টায় জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। কল্যাণ সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান, পিপিএম। সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন। সভার শুরুতে পূর্ববর্তী কল্যাণ সভায় প্রস্তাবিত বিভিন্ন বিষয়ের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এরপরে চলমান সভায় পুলিশ সুপার উপস্থিত অফিসার ও ফোর্সদের কাছ থেকে তাঁদের বিভিন্ন সমস্যা, প্রস্তাবনা ও প্রয়োজনীয়তার কথা শোনেন। তিনি উত্থাপিত সমস্যাগুলোর দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
সভায় নভেম্বর/২০২৪ মাসের কার্যক্রম পর্যালোচনার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের সম্মাননা প্রদান করা হয়। দায়িত্বশীলতা, দক্ষতা ও নিষ্ঠার মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখা সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান, পিপিএম। ক্যাটাগরিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল ।