আব্দুল আলীম ইমতিয়াজ: সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
“স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই স্লোগানকে সামনে নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের আওতায় যুব উন্নয়ন অধিদপ্তর কতৃক বাস্তবায়নাধীন ” দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যাবস্হাপনা (ইমপ্যাক্ট)- ৩য় পর্যায় (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের সমন্বিত খামার ও সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১০) ডিসেম্বর তাহিরপুর সদর ইউনিয়ন এর সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস ছামাদ এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহনুর আলম উপ পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর, সুনামগঞ্জ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাফর ইকবাল চৌধুরী, সহকারী পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, সুনামগঞ্জ, জুনাব আলী, চেয়ারম্যান, তাহিরপুর সদর ইউনিয়ন।
বক্তরা বলেন, প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়তে প্রশিক্ষণের বিকল্প নেই। যুবকদের বায়োগ্যাস প্রযুক্তি প্রশিক্ষণের মাধ্যমে একটি উন্নত পরিবেশ বান্ধব প্রকল্প উদ্ভাবন কর সম্ভব। যা অর্থ ও সময় সবই সাশ্রয় হয়। দীর্ঘ মেয়াদি টেকসই প্রকল্পের মাধ্যমে উন্নয়ন সম্ভব।