মোহাম্মদ দিদার উদ্দিন, ক্রাইম রিপোর্টার, হাতিয়া
হাতিয়া থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে সিআর পরোয়ানাভুক্ত ২ জন এবং সিআর সাজা পরোয়নাভুক্ত ১ জনসহ সহ মোট ৩ জন আসামি গ্রেফতার।
মাননীয় পুলিশ সুপার, জনাব জনাব মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুক মহোদয় ও সহকারী পুলিশ সুপার, জনাব আমান উল্যাহ, হাতিয়া সার্কেল মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় হাতিয়া থানার অফিসার ইনচার্জ জনাব, মুহাম্মদ মনিরুজ্জামান এর সার্বিক তত্বাবধায়নে এএসআই (নিঃ) মোঃ শফিকুল ইসলাম এএসআই (নিঃ) মোঃ রিমন ভূঁইয়া এএসআই (নিঃ) জালাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া জাহাজমারা এলাকা হতে সিআর (সাজা)-২০৫/২৩, ধারা- 138 The Negotiable Instruments Act, 1881 সংক্রান্তে ০১(এক) মাসের বিনাশ্রম কারাদন্ড এবং অর্থদন্ডে দন্ডিত সাজা প্রাপ্ত আসামী হাসিনা আক্তার, স্বামী-গিয়াস উদ্দিন, মাতা-মাফুজা খাতুন সাং-জাহাজমারা,১নং ওয়ার্ড ,থানা- হাতিয়া, জেলা -নোয়াখালী, এবং সিআর নং-১৩২/২৪ সংক্রান্তে পরোয়ানাভুক্ত আসামী মোঃ সহিদ (৫০), পিতা-মৃত লেদু ব্যাপারী, সাং-নতুন সুখচর, ৯নং ওয়ার্ড, ১০নং জাহাজমারা ইউপি, থানা- হাতিয়া, জেলা -নোয়াখালী, মোঃ নিজাম উদ্দিন (৩৭), পিতা-মৃত মোঃ তালুক, সাং-নতুন সুখচর, ৯নং ওয়ার্ড, ১০নং জাহাজমারা ইউপি, থানা- হাতিয়া, জেলা –নোয়াখালীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে। গ্রেফতারী পরোয়ানা তামিল ও নিয়মিত মামলার আসামী গ্রেফতারসহ মাদক ও অস্ত্র উদ্ধার সংক্রান্তে অভিযান অব্যাহত আছে।