স্টাফ রিপোর্টার, আব্দুল মোমিন
টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলাধীন মধুপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের মাঠে পৌরসভার ৭,৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে একটি বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাসানুজ্জামিল শাহিন, জেলা সভাপতি বিএনপি, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সাধারণ সম্পাদক জেলা বিএনপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকির হোসেন সরকার, সভাপতি জেলা বিএনপি মধুপুর, এছাড়াও আরো উপস্থিত ছিলেন নাসিরুদ্দিন, সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি, মধুপুর, রেজাউল করিম, সিঃ সহঃ সভাপতি, পৌর বিএনপি, মধুপুর, আনোয়ারা খন্দকার লিলি সরকার, সহ-সভাপতি পৌর বিএনপি মধুপুর, আখতারুজ্জামান মধু, সভাপতি ৮ নং ওয়ার্ড, মোহাম্মদ ছাদের আলী, সভাপতি ৭ নং ওয়ার্ড মধুপুর পৌরসভা। এছাড়াও কাজী জাইদুল ইসলাম, মোশারফ হোসেন, ফারুক হোসেন , রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। জনসভায় সভাপতিত্ব করেন খুররম খান ইউসুফজী প্রিন্স, সভাপতি পৌর বিএনপি মধুপুর। পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার মোতালেব হোসেনের সঞ্চালনায় বিকেল ৫ ঘটিকার সময় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সবার কার্যক্রম শুরু হয়। প্রধান অতিথির বক্তব্যে ফকির মাহবুব আনাম স্বপন নেতাকর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে জনগনের পাশে থেকে কাজ করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আহ্বান করেন।