স্টাফ রিপোর্টার, মোঃ ফরহাদ হোসেন,
১২ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের এর পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান ও খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করা হয়। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাড. রুহুল কবির রিজভী আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সুলতান সালাউদ্দিন টুকু, প্রচার সম্পাদক বিএনপি, রাকিবুল ইসলাম রাকিব, সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় কমিটি, আ.ন.ম সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক, বিএনপি-চাকা মহানগর দক্ষিণ, সভাপতি আলহাজ্ব নবী নবী উল্লাহ নবী, সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক, বিএনপি-ঢাকা মহানগর দক্ষিন প্রধান সমন্বয়কারী, বিএনপি, ঢাকা-০৫ আসন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন মোঃ সেলিম রেজা ডেমরা থানা বিএনপির আন্দোলনের সমন্বয়কারীর আহবায়ক ও বর্তমান ডেমরা থানা বিএনপি’র প্রস্তাবিত কমিটির সভাপতি, মোঃ আনিসুজ্জামান ডেমরা থানাবাসীর প্রিয় মানুষ মানবিক নেতা ও ডেমরা থানা বিএনপির আন্দোলনের সমন্বয়কারীর সদস্য সচিব, বর্তমান ডেমরা থানা বিএনপির প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতাকর্মীরা।