আব্দুল আলিম ইমতিয়াজ : সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলায় প্রশাসনের উদ্যোগে আজ শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবস উজ্জাপন করা হয়েছে। উপজেলা অফিস থেকে সকাল ১০ ঘটিকায় মধ্যনগর কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়ের উপস্থিতিতে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। মধ্যনগর থানা প্রশাসন ও মধ্যনগর মুক্তিযুদ্ধা সংসদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেন শেষে সকল শহীদ বুদ্ধিজীবীদের আত্বার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এসময় উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়, মধ্যনগর থানা ইনচার্জ মোঃ সজিব রহমান, মুক্তি যুদ্ধা মোহাম্মদ ইউনুস মিয়া,মধ্যনগর উপজেলা বি এন পি যুগ্ম আহবায়ক প্রার্থী ও মানবাধিকার কর্মী মো: আসরাফ উদ্দিন হিল্লোল, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম সাইফুল, যুবদল নেতা আব্দুল্লাহ আল নোমান সুমন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফজলে রাব্বি প্রমুখ।