স্টাফ রিপোর্টার: রকিব হাসান রবিন, নকলা, শেরপুর
শেরপুরের নকলায় মুক্তিযোদ্ধা ভবন কমপ্লেক্স নির্মাণের পর থেকেই ভবনটির দায়িত্ব নিয়েছে অসাধু মুক্তিযোদ্ধা কথিত সাবেক কমান্ডার ভূমি দস্যু আবুল মনসুর। মনসুরের সৈরাচারী কায়দায় সরকারী নিবন্ধন বিহীন নকলা প্রেসক্লাবের সৈরাচার আওয়ামী পন্থী পদধারি সাংবাদিকদের নামে কক্ষ বরাদ্দ দিয়ে মুনাফা হাতিয়ে নেওয়ার পথ তৈরি করেন আবুল মনসুর ও নকল উপজেলার স্থানীয় প্রভাবশালী নেতারা। উপজেলায় ভূয়া মুক্তিযোদ্ধা তৈরির কারিগর আবুল মনসুর ভবনের কক্ষ বরাদ্দের ভাড়া, সিকিউরিটি মানি, সরকারী অর্পিত সম্পত্তির মালিকানা সহ সব অবৈধ ব্যবসার মূল কারিগর আবুল মনসুর ও সাথে জড়িত প্রভাবশালী স্বৈরাচার সরকারের নেতৃবৃন্দ ইতিমধ্যে কোটি কোটি টাকার অর্থের মালিক হয়েছে আবুল মনসুর গং।
এরই ধারাবাহিকতায় ১৪ ডিসেম্বর শনিবার দুপুরে প্রকৃত মুক্তিযোদ্বারা একত্রিত হয়ে বর্তমান কমান্ডার দুলাল মিয়ার নেত্রীত্বে বহুতল ভবনে তালা লাগিয়ে সৈরাচার আবুল মনসুর অবস্থান নিয়ে প্রভাবশালী নেতাদের দখলকৃত হাত থেকে উদ্বার করেছেন নকলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনটি। আনন্দ উল্লাস করছেন প্রকৃত মুক্তিযোদ্বারা। স্থানীয় সাধারণ জনগণ এ বিষয়ে জানায় আজকের এই বিশেষ শহীদ মুক্তিযোদ্ধা দিবসে নকলা উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি মুক্ত হলো।