মোঃ শাকিল খান রাজু, ক্রাইম রিপোর্টার, ভোলা
ভোলার মনপুরা উপজেলায় ‘পুলিশ অ্যাসল্ট’ মামলায় ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে ও সকালে অভিযান চালিয়ে উপজেলা হাজিরহাট ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ৩ আসামিকে আদালতে সোপর্দের পর জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মনপুরা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাবুল মাতাব্বর (৩৫), ২নং হাজিরহাট ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাফর উল্যাহ (৫২), যুবলীগ সদস্য মহসিন(৪২) । তারা এই মামলার এজাহারভুক্ত আসামি।
২০২৪ সালের ৫ মার্চ ১নং মনপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ২ প্রার্থীর মাঝে সংঘর্ষ ঘটে এমন সংবাদে এর ভিত্তিতে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে অভিযুক্ত আসামিরা পুলিশকে লক্ষ করে ‘হত্যার উদ্দেশ্য’ ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে করে ২ পুলিশ সদস্য আহত হন । পরে পুলিশ বাদি হয়ে ‘পুলিশ অ্যাসল্ট’ মামলা করে।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহসান বলেন, গ্রেফতারকৃতরা পুলিশের গায়ে ইট পাটকেল নিক্ষেপ করার ঘটনায় পুলিশ অ্যাসল্ট মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি।পলাতক আসামি বা এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের কাজ চলছে।