মোঃ আরিফুল ইসলাম মুরাদ, নেত্রকোনা জেলা প্রতিনিধি
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ১৪ ডিসেম্বর ২০২৪ তারিখ সন্ধ্যা ৬:৩০ মিনিটে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ এলাকায় সেনাবাহিনী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে মো. মঞ্জু তালুকদার (৫৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার বাড়ি থেকে ১৪ পিস ইয়াবা, দেশীয় অস্ত্র এবং ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তিকে মাদকদ্রব্যসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।
অভিযানের নেতৃত্বদানকারী মেজর নাজমুজ সাকিব, কোম্পানি কমান্ডার, ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, নেত্রকোনা আর্মি ক্যাম্প জানান যে সেনাবাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাদক নির্মূলে কঠোর অবস্থানে রয়েছে। তিনি আরও বলেন, শ্যামগঞ্জসহ পূর্বধলা উপজেলায় নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। এলাকাবাসীকে মাদক ব্যবসার বিরুদ্ধে সচেতন হতে এবং মাদক সংক্রান্ত যেকোনো তথ্য প্রদান করে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি।