ষ্টাফঃ রিপোর্টার, মোঃ শান্ত
দৈনিক দেশ প্রতিদিন ও ডিডিপি টেলিভিশন
আজ ১৫ ই ডিসেম্বর ২০২৪, শুরু করেছিলাম সেই ২০১৮ সালে। সাংবাদিকতা হলো শতভাগ ঝুঁকিপুর্ণ পেশা। তবে এই পেশাটি খুবই সম্মানের। আমার সাংবাদিকতার জীবনে সাত বছরের অতিক্রম করেছি। চেষ্টা করেছি নিজের দায়িত্ব সততা ও স্বচ্ছতার সাথে পালন করার। যতদিন এই পেশায় আছি দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করবো। এই দীর্ঘ পথ পরিক্রমায় সকলকে খুশি করা সম্ভব হয়নি। এমনকি সম্ভবও না। তবে সত্যের পথ থেকে বিচ্যুত হয়নি কখনো। আগামী দিনে আপনাদের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।