মোঃ শাকিল খান রাজু ক্রাইম রিপোর্টার ভোলা
জুলাই এর প্রেরণা, দিতে হবে ঘোষণা’ প্রতিপাদ্যে ভোলার মনপুরায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ করেছে ছাত্ররা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির কেন্দ্র গৃহীত কর্মসূচির অংশ হিসেবে এই লিফলেট বিতরনণ করা হয়।
সোমবার বিকেল ৪ টায় উপজেলার হাজীর হাট বাজারে জুলাই বিপ্লব সমর্থনকারী মনপুরার ছাত্ররা এই লিফলেট বিতরণ করেন।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক কেন্দ্রের ঘোষনা মতে সরকারকে বেঁধে দেয়া ১৫ দিনের মধ্যে জুলাই বিপ্লবের আবেদন তুলে ধরে ছাত্র-জনতার এই অভ্যুত্থানকে স্বীকৃতি দিয়ে অতি দ্রুত সময়ের মধ্যে ঘোষণাপত্র জাতির সামনে প্রকাশের আহবান জানান মনপুরার ছাত্ররা।
লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রিয় কমিটির ইমার্জেন্সি ক্রাইসিস ম্যানেজমেন্ট সেল নির্বাহী সদস্য মোঃ হেলাল উদ্দিন নাঈম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমর্থনকারী মনপুরা সরকারি কলেজের ছাত্র মোঃ নুরনবী, মোঃ সোয়েব, কাজল হোসেন, মোঃ মমিন হোসেন, এম নূরহোসেন কাসেমী, নূরনবী দিদার প্রমূখ।