শেখ মোঃ দীন ইসলাম।ক্রাইম রিপোর্টার ময়মনসিংহ
অদ্য দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআই এর তথ্যের ভিত্তিতে এবং ক্যাপ্টেন এহসানুল হক এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল ও জাহাঙ্গীর আলম উপ পরিচালক জাতীয় ভোক্তা অধিকার ময়মনসিংহ কর্তৃক যৌথ অভিযানে ময়মনসিংহ শহরস্থ ধোপাখলা উমেদ আলী রোডে একটি আবাসিক বিল্ডিং এর নিচ তলায় অবৈধ যৌন উত্তে জকসহ অন্যান্য ঔষধ মজুদ, লেভেল বিহীন অবৈধ উৎপাদন, ভ্রাহ্মমান আদালত কর্তৃক নিষেধাজ্ঞা অমান্য করে উৎপাদন, বিপণন ও বিধি বর্হিভুত ভাবে মোড়কজাতকরনের দায়ে এনেক্স ল্যাবরেটরীজ কে ১৫০০০ (পনেরো হাজার) টাকা জরি মানা ও বিপুল পরিমাণ ঔষধ ধ্বংস করা হয়।