মোঃ তারিকুল ইসলাম
স্টাফ রিপোর্টার মেলান্দহ,জামালপুর।
জামালপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সানুর বাসা থেকে ৮ জনকে গ্রেফতার করেছে জামালপুর সদর থানা পুলিশ।
জামালপুর থানার আফিসার ইনচার্জ(ওসি) আবু ফয়সল মোঃ আতিক বলেন।
২০/০১/২৫ ইং সোমবার রাতে তারা পাথালিয়া এলাকায় সাবেক পৌর মেয়র সানোয়ার হোসেন এর বাড়িতে গোপন বৈঠক হচ্ছে এমন তথ্য পেয়ে অভিযান চালায় এবং ৮ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন: ১।আক্রাম জাহিদ(৫২) ২।মোঃ আঃ মান্নান (৪৮) ৩।মাহমুদুর রহমান (৪৪) ৪।মোঃ হেলাল উদ্দিন (৫৫) ৫। মোঃ রাশেদুল ইসলাম মহব্বত (৪২) ৬।মোঃ শামীম (৩৮) ৭।বিজয় (৫৫) ৮।আব্দুল মজিদ (৫২)
তারা সকলেই পাথালিয়া এবং কম্পপুর গ্রাম এর বাসিন্দা।
পুলিশ আরো বলেন গ্রেফতারকৃতরা রাষ্ট্রবিরোধী
কর্মকাণ্ড বা জুলাই আগস্ট এর ঘটনায় জড়িত ছিল কিনা সেটা খটিয়ে দেখা হচ্ছে। এবং আইনী প্রক্রিয়ার তাদের আদালত এর প্রেরণ করা হবে।